(ক) ভৌগলিক অঞ্চল এবং ভৌগলিক দূরত্ব বিবিবি -২ (ভৌগলিক অঞ্চল) - মিলপাড়া, দমদম রোড, হরিশঙ্করপুর, শাহপাড়া, ভাটাপাড়া, স্টেশন রোড, বি কে সাহা লেন, মীর মোশাররফ হোসেন রোড, হাউজিং, কালীশঙ্করপুর, পিটিআই রোড, ফুলতলা, খালনপাড়া, অরুপাড়া, চৌধুরী তালিপাড়া, খাজানগর, দোস্তপাড়া , বালভাপুর ইত্যাদি অঞ্চল।
বিবিবি -২ (ভৌগলিক দূরত্ব) - প্রায় ৬০ বর্গ কিলোমিটার।
কুমারখালী বিদ্যুৎ সরবরাহ (ভৌগলিক অঞ্চল) - কুমারখালী পৌরসভা, জিলাপিটলা, তরুন মোড়, দুর্গাপুর বাটিকামারা, কুন্ডুপারা, এলঙ্গিপাড়া, আগারাকুন্ডু। কুমারখালী বিদ্যুৎ সরবরাহ (ভৌগলিক দূরত্ব) - প্রায় ৩০ বর্গকিলোমিটার।
(খ)লাইনের দৈর্ঘ্য:
বিভাগের অধীনে ফিডারগুলি:
ক্রমিক নং. |
লাইনের ধরণ |
পরিমাণ (কিমি) |
১. | ৩৩ কেভি | ১২ |
২ | ১১ কেভি | ৩০ |
৩. | ১১/০.৪ কেভি | ১২৭ |
৪. | ০.৪ কেভি | ৯৮ |
৫. | ০.২৩ কেভি | ১০ |
(গ) ১১ কেভি ফিডারের সংখ্যা:
ক্রমিক নং |
অফিসের নাম |
ফিডারের নাম |
০১ | বি.বি.বি-২ | শহর |
০২ | বি.বি.বি-২ | লালন |
০৩ | বি.বি.বি-২ | মোহিনী |
০৪ | বি.বি.বি-২ | রাহিনী |
০৫ | বি.বি.বি-২ | সরকারী কলেজ |
০৬ | বি.বি.বি-২ | ওয়াপদা |
০৭ | বি.বি.বি-২ | টেক্সটাইল |
০৮ | বি.বি.বি-২ | কুমারগাড়া |
০৯ | বি.বি.বি-২ | বিসিক |
১০ | বি.বি.বি-২ | খাজানগর |
১১ | বি.বি.বি-২ | মেডিকেল কলেজ (এক্সপ্রেস) |
১২ | বি.বি.বি-২ | বিএ.টি.সি (এক্সপ্রেস) |
১৩ | কুবিস | শহর |
১৪ | কুবিস | উপজেলা |
(ডি) ৩৩/১১ কেভি সাবস্টেশন সংখ্যা: ০৩ (তিন)। ১. হাউজিং উপ-কেন্দ্র - (১০ / ১৩.৩৩ + ১০ /১৩.৩৩) এমভিএ। ২. বটতৈল উপ-কেন্দ্র - (১০ / ১৩.৩৩ + ২০/২৬.৬৬) এমভিএ। ৩. কুমারখালী উপ-কেন্দ্র- (৬ + ২.৫) এমভিএ।
(ঙ) নির্মানাধীন ৩৩/১১ কেভি সাবস্টেশন সংখ্যা: ০১ (এক)। কুষ্টিয়া ক্যাম্পাস জিআইএস সাবসেন্ট্রেট (২ x ২০ / ২৬.৬৬ এমভিএ) (চ) বিদ্যুৎ চাহিদা পরিমাণ: 1. বিবিবি-২: ২৮ মেগা ওয়াট (গ্রীষ্মকালীন) ২৪ মেগা ওয়াট (শীতকালীন) 2. কুবিস: ৪ মেগা ওয়াট (গ্রীষ্মকালীন) ৩ মেগা ওয়াট (শীতকালীন)
(ছ) জনবলের পরিমাণ:
ক্রমিক নং | জনশক্তির ধরণ সংখ্যা | সংখ্যা |
১ | সেট আপ অনুযায়ী | ৬৪ |
২ | কর্মরত | ৩৮ |
৩ | ক্যাজুয়াল | ০২ |
(জ) গ্রাহকের সংখ্যা: ২৯,৬৭১ (জুন/২০২১ পর্যন্ত)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস